Thursday , October 24 2019
Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / ইসলাম / ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ব বিখ্যাত ইউটিউবার জে কিম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ব বিখ্যাত ইউটিউবার জে কিম

জে কিম। ২৬ বছর বয়সী কোরিয়ান যুবক। রকস্টার এবং সেলিব্রিটি ইউটিউবার। সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন জে কিম। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ইসলাম গ্রহণের একটি ভিডিও আপলোড করেছেন।ওই ভিডিওতে দেখা যায়, তিনি কালিমাহ শাহাদাহ পাঠ করছেন। এরপর ক’জন আলিম তাকে ঈমান ও ইসলামের মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন। নবি দাউদ (আ.) এর সাথে মিলিয়ে নিজের নাম রাখেন দাউদ কিম।

অনেক আগে থেকেই বিভিন্ন ভিডিওতে ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলতেন কিম। এবার আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে মুসলিম হয়ে গেলেন তিনি। ইতোমধ্যে নিজের ইউটিউব চ্যানেলের কভার পিকচার পরিবর্তন করে ইসলামি নিদর্শন সম্বলিত গম্বুজে তার নামের ওপরে লিখে দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ!’

নিজের অভিব্যক্তি ব্যক্ত করে জে কিম লিখেন, ‘যখন থেকে আমি ইসলামের প্রতি আগ্রহী হলাম, তখন থেকেই আমার জীবনধারা বদলে গেছে। যদিও এখনো আমি পুরোপুরি উপযোগী নই, তবে আমি ধাপে ধাপে একজন ভালো মুসলিম হওয়ার চেষ্টা করব।আমি অনেক পাপ করেছি, আমি তাওবা করতে চাই এবং আল্লাহর দিকে ফিরে আসতে চাই। যদিও আমি জন্মগত মুসলিম নই, কিন্তু আল্লাহ সর্বদা আমার সাথে ছিলেন। আমাকে পথপ্রদর্শনের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।’

Facebook Comments

Check Also

মুসলিমরা কি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে পারবে? কি বলছে ইসলাম

প্রতিটি জাতি-গোষ্ঠীর আলাদা আলাদা কৃষ্টি-কালচার রয়েছে। প্রত্যেকের স্বতন্ত্রতা ধরে রেখেই বসবাস করতে হয় সমাজে। একমাত্র …