Wednesday , November 13 2019
Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / ক্রিকেট / উইকেট  রক্ষক হিসাবে রেকর্ডের সামনে দাড়িয়ে মুশফিকুর রহিম

উইকেট  রক্ষক হিসাবে রেকর্ডের সামনে দাড়িয়ে মুশফিকুর রহিম

আজ ৩ নভেম্বর শুরু হচ্ছে  বাংলাদেশ ও ভারতের মধ্যোকার তিন ম্যাচ  টি ২০ সিরিজ।  আর এই সিরিজের আগে রেকর্ডের সামনে দাড়িয়ে আছে মুশফিকুর রহিম। ৩ নভেম্বর এর ম্যাচে উইকেট রক্ষক হিসেবে  তিনটি ডিসমিসাল করতে পারলে সর্বোচ্চ ডিসমিসাল করা উইকেট রক্ষকের তালিকায়  দুই নাম্বারে উঠে আসবে মুশফিকুর রহিম। এর সঙ্গে তিনি ছাড়িয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন ও পাকিস্তানের কামরান আকমলকে।
৮১ টি ২০ তে ৫৮ টি ডিসমিসাল করেছেন মুশফিক।
যেখানে রয়েছে  ৩০ টি ক্যাচ ও ২৮ টি স্ট্যাম্পিং।
তার বর্তমান অবস্থান  ৪র্থ। ৩ নাম্বারে থাকা রামদিন ৬৮ ম্যাচে ৫৮ টি ডিসমিসাল করেছেন । ২ নাম্বারে থাকা   কামরান আকমল ৫৮ ম্যাচে ৬০ টি ডিসমিসাল করেছেন। তালিকার ১ নাম্বারে আছেন  মাহেন্দ্র সিং ধোনি। তিনি ৯৮ম্যাচে ৯১ টি ডিসমিসাল করেছেন।

Facebook Comments

Check Also

মোস্তাফিজকে নিয়ে বিরক্ত বিসিবি সভাপতি

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি। নাগপুরের ম্যাচে তাকে …