Wednesday , January 22 2020
Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / বিনোদন / প্রভার সেই ভিডিও সরানো হয়নি

প্রভার সেই ভিডিও সরানো হয়নি

সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনসট্রাগ্রামে উষ্ণতা ছড়ানো একটি ভিডিও আপলোড করেছেন। যা গত কয়েকদিনে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি নিয়ে নেটিজেনদের অনেক মন্তব্য পাওয়া গেছে। তবে বিভিন্ন গণমাধ্যম তার ভিডিওটি সরিয়ে ফেলেছেন বলে শিরোনাম দিয়ে নিউজ করেছেন যা একেবারেই ভুল। এছাড়া তারা দাবি করেছেন, লিংকে ঢুকলে ভিডিওটি পাওয়া যাচ্ছে না। বরং প্রভার ইন্সট্রাগামে ঢুকলেই ভিডিওটি এখনও পাওয়া যাচ্ছে, যেখানে ১৪৪ হাজার ৩১২ ভিউ।

ভিডিওতে দেখা যায়, সবে গোসল সেরে এলো চুলে নীরবে বললেন, ‘আই লাভ ইউ’।

এদিকে, বেশ কিছুদিন ধরে প্রেম নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন প্রভা। তাই ভক্তদের জানার আগ্রহ তাকে নিয়ে বেশ।

সময় নিউজ প্রভার প্রেম নিয়ে স্ট্যাটাস দেওয়ার বিষয় যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, ‘প্রেমের ক্যাপশন লিখলেই কী প্রেম হয়ে যায়? এরবেশি কোনও কথা বলেননি তিনি। শুটিংয়ের ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন প্রভা।’

Facebook Comments

Check Also

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,‘ন ডরাই’ সিনেমা বন্ধে আইনি নোটিশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ‘ন ডরাই’-এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিশ …