Wednesday , August 21 2019
Breaking News
Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / বিনোদন / বিয়ের পিঁড়িতে মুনমুন-আলেকজান্ডার

বিয়ের পিঁড়িতে মুনমুন-আলেকজান্ডার

বাস্তবে নয়, হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ নামের একটি সিনেমায় বিয়ের পীড়িতে বসেছেন নায়িকা মুনমুন ও নায়ক আলেকজান্ডার বো।

সিনেমায় আলেকজান্ডার অভিনয় করেছেন মাঝির চরিত্রে। অন্যদিকে এক গ্রাম্য বিধবার চরিত্রে কুসুম নামে অভিনয় করেছেন মুনমুন। সম্প্রতি মানিকগঞ্জের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে।

ছবিটি নিয়ে মুনমুন বলেন, সত্তর দশকের বিয়ের সাজগোজ আমি তো আর দেখিনি, পরিচালক বলেছেন এরকম সাজে সত্তর দশকে নাকি বিয়ে হতো। গল্পটিও সেকালের। আমার অনেক ভালোলেগেছে গল্পটি। আশাকরি দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।

Facebook Comments

Check Also

ডিভোর্সের সিদ্ধান্তে সাবিলা!

টানাপড়নে দিন কাটছে অভিনেত্রী সাবিলা নূরের। ভালোবেসে এবং অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করলেন সাবিলা নূর। …