Monday , December 16 2019
Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জাতীয় / ব্রেকিং: অল্পের জন্য বড় বাঁচা বাঁচলেন টাইগাররা

ব্রেকিং: অল্পের জন্য বড় বাঁচা বাঁচলেন টাইগাররা

শ্রীলঙ্কা সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল তামিম-মুশফিকদের। যথাসময়ে দলের খেলোয়াড়রা বিমানে ওঠেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন।

জানা যায়, বাংলাদেশ দলকে বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯ এ যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। এ অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছেন খেলোয়াড়রা। বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছিলেন।

সকাল ৮টার সময় পাইলট জানান, বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। এরপর বিমান থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নামিয়ে নেওয়া হয়। নতুন একটি ফ্লাইট দেওয়া হয়েছে। সেটা স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৩৫ মিনিট দেরী করে সকাল ১০টা ২০ মিনিটে ছাড়ে। সব মিলিয়ে আড়াই ঘণ্টারও বেশি দেরিতে ফ্লাইট হয়েছে টাইগারদের।

Facebook Comments

Check Also

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারালো বাঘেনীরা

সাউথ এশিয়ান (এসএ) গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারালো বাংলাদেশ …