Monday , November 18 2019
Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জাতীয় / মায়ের কবরের পাশে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সেই ছোট্ট তুবা (ভিডিও)

মায়ের কবরের পাশে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সেই ছোট্ট তুবা (ভিডিও)

রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর (৪০) দাফন সম্পন্ন হয়েছে। রেনুকে তার বাবার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের উপজেলার সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাকে দাফনের পর থেকে তার শিশু কন্যা তুবার (৪) কান্না যেন থামছেই না। মায়ের কথা বলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে।

মা ফিরে আসবে মিথ্যা সান্ত্বনায় কিছু সময়ের জন্য কান্না থামানো হলেও ফের কাঁদছে তুবা।

মা ড্রেস নিয়ে কখন ফিরবে তা জিজ্ঞাসা করছে বার বার। তার কান্নায় শোক ছড়িয়ে শোকের মাতম চলছে রেনুর স্বজনদের মধ্যেও।

তুবার ও তার ১১ বছরের ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়ে রেনু হত্যায় সুষ্ঠু বিচার পেতে পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল।

তিনি বলেন, আজ থেকে তুবা ও তার ভাই বড় হবে আমার পরিচয়ে। তারা দু’জনই আমার সন্তান। তাদের পড়ালেখা থেকে শুরু করে ভবিষ্যৎ নিয়ে যত ভাবনা আমার। এ হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে দাবি আমারও।

তিনি আরও বলেন, আপনারা গুজবে কান দেবেন না। ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে অপরাধ হাতে তুলে নেবেন না।

 

তুবার মাকে পিটিয়ে হত্যার সেই ভিডিও

Facebook Comments

Check Also

সবাইকে কাঁদিয়ে গেল ছোঁয়ামনি!

সদর হাসপাতালের লাশ ঘরে ৩ বছরের শিশুটির নিথর দেহ। ফুটফুটে সুন্দর শিশুটির পায়ে নেইল পলিশ …